বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ
প্রকাশিত : ০৮:৫৯ এএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৫৯ এএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ সোমবার। ১৯৭১ সালে আজকের এই দিনে করাচির মশরুর বিমানঘাঁটিতে শিক্ষার্থী মিনহাজ রশীদের কাছ থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান করায়ত্তে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তের ৩৫ মাইল দূরে থাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। তার মৃত দেহ ঘটনাস্থলে থেকে প্রায় আধ মাইল দূরে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে মিনহাজ রশীদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
১৯৪১ সালের ২৯ নভেম্বর জন্ম নেওয়া মতিউর ১৯৬৭ সালের ২১ জুলাই একটি মিগ-১৯ বিমান চালানোর সময় আকাশে সেটা হঠাৎ বিকল হয়ে গেলে অপূর্ব দক্ষতায় প্যারাস্যুটযোগে মাটিতে অবতরণ করেন।
এ সময় ইরানের রানী ফারাহ দিবার সম্মানে পেশোয়ারে যে বিমান মহড়ার অনুষ্ঠিত হয়, তাতে তিনিই একমাত্র বাঙালি পাইলট ছিলেন।
এসএ/