ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঈদে ইরফান-মেহজাবিনের ‘মিঠাই মন্ডা’

প্রকাশিত : ১০:৪০ এএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

গ্রামের দুই মাতুব্বর। দুজনই ভিলেন ও হাস্যকর চরিত্রের। নাম আরিফ মোল্লা ও শাহজাহান চৌকিদার। তারা দুজনে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। একজনের ভালো, অন্যজনের মন্দ। একইভাবে, একজনের হেরে যাওয়া, অন্যজনের আনন্দের। দুজনের কিছু চামচা আছে। এরা দুই মাতবরের তথ্য সংগ্রহ করে। আবার এরা তাদের শক্তি সঞ্চয় করে ও অনেক ক্ষেত্রে তা প্রয়োগও করে। আবার এদের মধ্যে আছে সাধারণ মানুষ। দুজনের প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ জনতার ভাগ্য খুলে যায়। একজন কারোর উপকার করলে, অন্যজন আরও বড় সুবিধা নিয়ে হাজির। একজনের লোক কোনো জনতার ক্ষতি করলে বা মারধর করলে, অন্যজন এগিয়ে আসেন। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করান, আর্থিক সাহায্য করেন। একইভাবে, গ্রামের প্রতিষ্ঠানগুলোও ভালোভাবে গড়ে ওঠে।
একজন অনুদান দিলে, অন্যজন সম্পদ কিনে দেয়। মান আরও উন্নত হয়। স্থূলে পেশাদারিত্ব উঁকি দেয়। বোর্ডের ফলাফল ভালো হয়। বিতর্ক প্রতিযোগিতায় নাম করে। আন্তঃগ্রাম খেলার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিমুভি ‘মিঠাই মন্ডা’।

নাটকটির মূল গল্প লিখেছেন মইনুল খান। চিত্রনাট্য করেছেন দয়াল সাহা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মেহজাবীন, ইরফান সাজ্জাদ, মামুনুর রশিদ, হিমি হাফিজ, আল মনসুর, তারিক স্বপন, মোমেনা চৌধুরী প্রমুখ।

নাটকটি ঈদুল আজহার দিন বিকেল ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

এসএ/