ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

১ কোটি ১০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্র(ভিডিও)

প্রকাশিত : ১১:২০ এএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

ঈদুল আজহায় এবার এক কোটি ১০ লাখ পিস গরু-ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন কাঁচা চামড়া ব্যবসায়িরা। এছাড়া, পুঁজি সংগ্রহ, চামড়া সংরক্ষণ ব্যবস্থার প্রাথমিক কাজও ইতোমধ্যে সেরে ফেলেছেন তারা।

দেশে মোট চামড়ার ৪০ থেকে ৫০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানীর পশু থেকে। প্রাকৃতিক কারনে বাংলাদেশের চামড়ার মান উৎকৃষ্ট পর্যায়ের। এ’জন্য যথেষ্ট কদরও রয়েছে বিশ্ব বাজারে।

এবার এক কোটি ১০ লাখ পিস চামড়া সংগ্রহের কথা জানালেন কাঁচা চামড়া ব্যবসায়িরা।

এরইমধ্যে শেষ হয়েছে প্রয়োজনীয় জনবল সংগ্রহ, ক্রয় প্রতিনিধি নিয়োগ, চামড়া গুদামজাত করার প্রস্ততি।

চামড়া কেনার প্রস্তুতি সেরেছেন ট্যানারি মালিকরাও।

তবে, চামড়ার গুণগত মান ঠিক রাখা নিয়ে কিছুটা চিন্তিত ট্যানারি মালিকরা।