হাটগুলোতে ক্রেতা-বিক্রেতারা দর কষাকষিতে ব্যস্ত(ভিডিও)
প্রকাশিত : ১১:২৮ এএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার
কোরবানির পশুর হাটগুলোতে দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। দেশি গরু কেনার ব্যাপারেই ক্রেতাদের ঝোাঁক। তাই দেশি গরুর বিক্রিও বেশি। অনেকেই বেশি দামের আশায় বড় গরু ধরে রেখেছেন। শেষ সময়ে গত বছরের চেয়ে বেশি লাভেরই আশা করছেন খামারি-ব্যবসায়ীরা। এদিকে, কোরবানীর সরঞ্জাম তৈরিতেও ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়।
কোরবানীর পশু কিনতে হাতে আর সময় আছে একদিন। সাধ্য অনুযায়ী পছন্দের পশু কিনতে হাটগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়।
দিনাজপুরের হাটগুলোতে শেষ পর্যন্ত ভালো দামের আশায় আছেন পশু বিক্রেতারা।
দাম নিয়ে খেদ রয়েছে ক্রেতাদেরও। এবার বেশি বিক্রি হচ্ছে দেশি গরু।
শেষ সময়ে কম দামে পশু কেনার অপেক্ষায় পটুয়াখালীর ক্রেতারা। তাইতো কোরবানীর পশু কিনতে চলছে দরকষাকষি।
প্রশাসনের তদারিক ও হাট কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।
এদিকে গোপালগঞ্জের কামারপাড়াগুলোতে দম ফেলার ফুসরত নেই কারিগরদের। একটানা চলছে চাপাতি, ছুরি-কাটারি তৈরির কাজ। মান অনুযায়ী বিভিন্ন দরে বিক্রিও হচ্ছে ভালোই।
বছরজুড়ে ততোটা ব্যস্ত না থাকলেও কোরবানীর ঈদের এই সময়টা ভালো রোজগারে খুশি মেহনতি এসব মানুষেরা।