৭ সরকারি প্রতিষ্ঠানে আবেদনের সময় শেষ হচ্ছে আজ
প্রকাশিত : ০১:২৪ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার
বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সম্প্রতি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠানগুলোতে আবেদনের শেষ সময় আজ সোমবার।
ব্যাংকার্স সিলেকশন কমিটি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়ার ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)’ পদে ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সংশ্লিষ্ট পদে সোনালী ব্যাংক লিমিটেডে ৪৫ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ৬৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আজ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৬টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি প্রধান ডিসপ্লে কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, গ্যালারি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিস্কোপ অপারেটর, গাড়ি চালক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আবেদনপত্র সংগ্রহ: প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.nmst.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশন
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চারটি পদে জনবল নিয়োগ দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি মিউজিয়াম এটেনডেন্ট, গার্ড, অফিস সহায়ক, সুইপার/পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে ‘পরিচালক, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পোস্ট- আমিনপুর, উপজেলা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ’ এই ঠিকানায় পৌঁছাতে হবে। কোনও আবেদনপত্র সরাসরি অথবা হাতে হাতে গ্রহণ করা হবে না।
/ এআর /