ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

‘মীরাক্কেল’ অভিনেতা জামিলের কণ্ঠে এবার সঙ্গীত

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ১১:৫১ এএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার

অভিনেতা জামিল হোসেনকে সবাই চেনেন এই প্রজন্মের একজন কমেডি ঘরোনার অভিনয়শিল্পী হিসেবে। তবে কমেডির পাশাপাশি সবধরনের অভিনয়েই নিজেকে দর্শকদের সামনে মেলে ধরেছেন জামিল। এবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ মাতানো বাংলাদেশি এই তরুণ।

গীতিকার এ আর রাজের কথা ও সুরে প্রথমবারের মতো গাইলেন জামিল হোসেন। জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক মুশফিক লিটুর সঙ্গীত পরিচালনায় এবারের ঈদুল আজহায় ‘‘কূল হারা’’ শিরোনামের গানে সঙ্গীতপ্রেমীদের সুরের ঢেউয়ে রাঙাবেন জামিল।

দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-অগ্নিবীণার ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে গানটি। ‘ভাঙা তরীর মাঝি আমি/কূলহারা গান গাই, আমার বেলায় ফুলও মালায়/ বাড়াইলো জ্বালাই।’-এমনি কাব্যকথায় আবৃত এ গানটি দৃষ্টিনন্দন লিরিক্যাল ভিডিওসহ জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন গীতিকবি এ আর রাজ।

নতুন এ গান প্রসঙ্গে এ আর রাজ বলেন, জামিল ভাই মূলত একজন কমেডি অভিনেতা। ‘মীরাক্কেল’-এ তিনি তার প্রতিটি উপস্থাপনাতেই হাস্য-রস্যতার পাশাপাশি গান ও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করতেন। সেসব পরিবেশনা দেখে আমার মনে হয়েছে তিনি গানেও ভালো করতে পারেন। তেমনি ভাবনা থেকে তার জন্য ‘‘কূল হারা’’ গানটি লিখেছি। আমি এ গানটির বিষয়ে যতটা ভেবেছি তারচেয়েও অধিকতর চমৎকারিত্বে গানটি উপহার দিয়েছেন তিনি। আশা করি, ‘‘কূল হারা’’ সকল সঙ্গীতপ্রেমীদের ঈদানন্দকে আরো বাড়িয়ে দিবে।’

জামিল হোসেন বলেন, ‘মীরাক্কেল’ আমার প্রিয় রিয়েলিটি শো।ভক্তরা আমাকে চিনে একজন অভিনেতা হিসেবে। এবার সঙ্গীতশিল্পী হিসেবে আমার আরো একটি পরিচয় ঘটবে। আশা করি ভক্তদের ঈদ আনন্দের খোরাক যোগাবে।

আরকে//