ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

অনলাইনে কসাই সেবা

প্রকাশিত : ১১:২০ এএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার

ঈদুল আযহার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষজ্ঞ হচ্ছে পশু কোরবানি। এই পশু কোরবানি নিয়ে আপনারা কি চিন্তিত? 

চিন্তার কোন কারণ নেই। তথ্যপ্রযুক্তির এ যুগে আপনি চাইলেই ঘরে বসে কসাই ভাড়া করতে পারেন।

ঈদের আগে ক্রেতারা চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন। তবে প্রতি হাজারে আপনাকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে। 

তবে ফি বেশি হওয়ায় গ্রাহকের অভিযোগ রয়েছে। কারণ দাম অত্যন্ত বেশি। প্রতি হাজারে ২৫০ টাকা কসাই চার্জের মানে হল ১ লাখ টাকার গরুতে কসাইকে ২৫ হাজার টাকা দিতে হবে।

সেবা পেতে চাইলে নিচের ফেইসবুক পেইজগুলো দেখতে পারেন-www.facebook.com/butcher-shop, www.bengal meat.com/qurbani এবং www.sheba.xyy/kurbani উল্লেখযোগ্য।

 

এমএইচ/ এআর