ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

নবীন-প্রবীণদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন আর অভিভাবকদের পদচারণায় পেরিয়ে গেল একুশে গ্রন্থমেলার দশম দিন

প্রকাশিত : ১১:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ১২:০৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার

নবীন-প্রবীণদের নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন ক্ষুদে পাঠক আর অভিভাবকদের পদচারণায় পেরিয়ে গেল অমর একুশে গ্রন্থমেলার দশম দিন। পাঠকদের বই কিনতে আগ্রহী করতে এবারও সবচেয়ে বেশি বই ক্রেতাকে ’পলান সরকার’ পুরস্কার প্রদানের কথা জানিয়েছে বাংলা একাডেমী। অন্যদিকে বই প্রকাশানর ক্ষেত্রে প্রকাশকরা ততটা আগ্রহ দেখায় না, অভিযোগ নতুন লেখকদের। boy melaদর্শক সমাগম অন্য দিনের চেয়ে খানিক কম হলেও, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে মেলার দশম দিন। জমজমাট ছিলো ডিজিটাল প্রকাশনা স্টলগুলোও। আর বড়দের পাশাপাশি মেলা অঙ্গন মুখর থাকে খুদে পাঠকদের সরব পদচারণায়। নতুন লেখকদের প্রকাশনার বিষয়ে আগ্রহী নয় প্রকাশকদের অনেকেই, এমন খেদ জানান লেখকরা। স্টল বিন্যাসে নান্দনিকতাকে বেশি গুরুত্ব দেয়ার কথা বললেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব। তবে নান্দনিক পরিবেশনা লক্ষ্য করা গেছে অনেক স্টলগুলোতেই।