ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সদরঘাটে দুই লঞ্চের ধাক্কাধাক্কি নিহত ১

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৪০ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার

পবিত্র ঈদুল আযহা আগামীকাল বুধবার। ঈদে আগের দিন নাড়ীর টানে বাড়ি ফিলতে গিয়ে রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড়ের মধ্যে এক লঞ্চের ধাক্কায় পড়ে গিয়ে আরেক লঞ্চের এক যাত্রী নিহত হয়েছে। নিহত ব্যক্তি দেলোয়ার হোসেনের বয়স অনুমানিক ৫২ বছর। মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে ঈদ করতে বরগুনার যাচ্ছিলেন তিনি।

নৌ পুলিশের সুপার মো. আতিকুর রহমান এতথ্য নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এমভি পূবালী লঞ্চে দাঁড়িয়ে ছিলেন দেলোয়ার হোসেন। লঞ্চটি ৭ ও ৮ নম্বর পন্টুনের মাঝামাঝিতে ভেড়ানো ছিল।

এসময় এমভি যুবরাজ নামের আরেকটি লঞ্চ পন্টুনে ভিড়তে গিয়ে এমভি পূবালীকে ধাক্কা দেয়। তাতে বেসামাল হয়ে লঞ্চের কার্নিশে ধাক্কা খান দেলোয়ার। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আতিকুর রহমান জানান।

বিআইডব্লিউটিএর একজন পরিবহন পরিদর্শক বলেন, সদরঘাট দিয়ে প্রতিদিন প্রায় ছয় লাখ মানুষ দেশের দিক্ষণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ঈদের সময় এই সংখ্যা অনেক বেড়ে যায়।

টিআর/