ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বিএনপি খুনিদের বাঁচাতে হৈচৈ করছে : তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৩ পিএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির শীর্ষ নেতাদের মামলা থেকে আড়াল করার জন্য বিএনপি এবং তার শরিকরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে হৈচৈ শুরু করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ইনু বলেন, গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশের আগে বিএনপির হাঙ্গামা আসল খুনিদের বাঁচানোর অপচেষ্টা। ১৪ বছর আগে গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি চাইলে আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের আগে সারা বাংলাদেশ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছিল। এটা কোনো আদালতের ওপর হস্তক্ষেপ নয়; বরং চুরির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে হৈ-হুল্লোড় করাটা আদালতকে তোয়াক্কা না করার শামিল।

জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/