ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ঘুষ নেওয়ার দায়ে ফিফার সাবেক কর্মকর্তার জেল

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

দুর্নীতির মামলায় ব্রাজিলের ফুটবল দলের সাবেক প্রধান জোস মারিয়া মারিনকে (৮৬) চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৫ সালের মে মাসে তাদেরকে জুরিখের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। ওই সময় তার সঙ্গে ফিফার আরও ৭ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে কারাদণ্ড ছাড়াও মারিনকে ১২ লাখ ডলার জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আদালতে ৩৩ লাখ ডলার অর্থ জমা দেওয়ারও আদেশ দেন আদালত। ব্রুকলিনের একটি ফেডারেল কোর্টের বিচারক পামেলা চান তাকে এই দণ্ড দেন। যুক্তরাষ্ট্র ওই মামলায় তদন্ত চালায়।

কোপা আমেরিকার মতো বেশ কয়েকটি টুর্নামেন্টে সম্প্রচার পাইয়ে দেওয়ার নামে একটি কোম্পানির কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। গত বছর তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

ওই মামলায় দোষী অন্যরা হলেন, জোয়ান অ্যাঙ্গেল নাপোট। মামলার পরবর্তী তারিখে তাকেও একই ধরণের শাস্তি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে পেরুর ম্যানুয়েল বার্গাকে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে।


এমজে/