চালের দাম বাড়লেও শাক-সবজির দাম আগের মতোই
প্রকাশিত : ০২:০৯ পিএম, ৫ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:০৯ পিএম, ৫ আগস্ট ২০১৬ শুক্রবার
এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। শাক-সবজির দাম আগের মতোই। তবে, বর্ষায় মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি।
এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন এবং কৃষকের দাম না পাওয়া ছিল আলোচিত বিষয়। সরকারি হিসাব বলছে, এখনো চাহিদার চেয়ে বেশি চাল মজুদ রয়েছে। তারপরও গেল দু’ সপ্তাহ ধরে বাড়ছে চালের দাম।
কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি দরে। বাকি সব সবজির কেজিই এখন কমপক্ষে ৩০ থেকে ৪০ টাকা।
বাজারে মাছের সরবরাহ বাড়লেও, দাম কমেনি। কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে দেশি মসুর ডাল ও পেঁয়াজের দাম। তবে, বাকি সব পণ্যের দাম আছে আগের মতোই।