টুঙ্গিপাড়া থেকে সালাম মুর্শেদীর নতুন পথচলা শুরু
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার
আসন্ন খুলনা-৪ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের মাধ্যমে নৌকা প্রতীক নিয়েই রাজনীতিতে নতুন পথচলা শুরু হলো সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠক বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর। আগামী ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদের খুলনা-৪ আসনে (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই সঙ্গে দশম জাতীয় সংসদের এই শূন্য আসনে উপনির্বাচন ঘোষণা করা হয়।
গত ২০ আগস্ট সোমবার এ আসানের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ওই দিন গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইচ্ছুক সব প্রার্থীদের ডাকা হয়। পরে আব্দুস সালাম মুর্শেদীকেই নৌকার প্রার্থী হিসেবে অন্য সবার মাঝে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, আব্দুস সালাম মুর্শেদীর গ্রামের বাড়ি খুলনা-৪ আসনের নৌহাটিতে।
দলীয় মনোনয়ন পেয়ে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সালাম মুর্শেদী ছুটে যান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। পরে সেখান থেকে যান নিজ এলাকায়। আব্দুস সালাম মুর্শেদী যে নৌকার মনোনয়ন নিয়ে খুলনার রাজনীতিতে আসছেন, তার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল এ বছরের শুরুর দিকে গত ৩ মার্চ। এদিন খুলনার সার্কিট হাউস ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম মুর্শেদীকে লাখো মানুষের জনসমুদ্রে বক্তব্য রাখার সুযোগ করে দেন এদিন।
নিজ জেলার মানুষের সামনে এতো বৃহৎ পরিসরে তাকে কিছু বলার সুযোগ দেওয়ায় তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছিলেন খুলনাবাসীর প্রতিও। কারণ তাদের হাস্যোজ্জ্বল মুখ আর করতালি সে দিনের জনসভায় সালাম মুর্শেদীকে কিছু বলার শক্তি জুগিয়েছিল দারুণভাবে।
এদিকে খুলনা-৪ নির্বাচনী এলাকার রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সালাম মুর্শেদীকে কাছে পেয়ে দারুণ খুশী। কারণ কি? জানতে চাইলে এ এলাকার ভোটারদের বক্তব্য হচ্ছে-সালাম মুর্শেদী পুরোপুরি ক্লিন ইমেজের একজন মানুষ। তাকে দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নিজেই যেহেতু প্রার্থী ঠিক করে দিয়েছেন, নিশ্চয়ই তাতে বড় ধরণের কোন কল্যাণ আছে বলে বিশ্বাস পুরো এলাকাবাসীর।
এসএইচ/