ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সাভারে স্বর্ণের দোকানে চুরি

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার

সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারে দুটি জুয়েলারী দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে ওই সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত পিংকী জুয়েলার্স ও দি বিসকা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। 

চোর সক্রের সদস্যরা দোকান থেকে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করেছে বলে দোকানের মালিক অভিযোগ করেছে। 

দোকান দুটির কেঁচি গেট ও সাটারের তালা ভেঙ্গে এ টাকা চুরি করে নিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।   

চুরির ঘটনা সম্পর্কে পিংকী জুয়েলাসের মালিক কার্তিক চন্দ্র দাস বলেন, পরিকল্পিতভাবে একদল চোর আমাদের দোকানের কেঁচিগেট এবং তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

এসময় দুই দোকার মিলে প্রায় আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় তারা। লুন্ঠিত স্বর্নের দাম বর্তমান বাজারে প্রায় কোটি টাকার ওপরে হবে।

একই মার্কেটের একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কেটটিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী, সিসিটিভি ক্যামেরা থাকার পরও কিভাবে চোর চক্রের সদস্যরা এমন ঘটনা ঘটানোর সাহস পায়।

ঘটনার সঙ্গে মার্কেটের কোন লোক জড়িত রয়েছে কিনা বিষয়টি ভালো করে ক্ষতিয়ে দেখার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

অন্যদিকে ঈদের ছুটি শেষে অনেকে সকালে মার্কেটে প্রবেশ করে চুরির ঘটনাটি শুনে আতঙ্কিত হয়ে পড়েন। এসময় সবাই সবার দোকান খুলে ভালো করে পর্যবেক্ষণ করেন।

এছাড়া এখনও যারা মার্কেটে আসেনি তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে বলে উপস্থিত ব্যবসায়ীরা জানিয়েছেন। 

সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারনা করা হচ্ছে চোর চক্রের সদস্যরা আমাদের মার্কেটের নীচতলার টয়লেটের এ্যাডজাস্ট ফ্যানের খালি জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করেছে।

তারা সংখ্যায় অনেক এবং হাতে বিভিন্ন ধরনের অস্ত্র এবং মেশিনারীজ নিয়ে এসেছিলো। তাদের মুভমেন্ট দেখে মনে হয়েছে যদি ভিতরে কোন গার্ড থাকতো তাকেও হয়তো মেরে ফেলতো চোর চক্রের সদস্যরা। 

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, স্বর্নের দোকানে চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এঘটনায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যামেরা এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

 

এমএইচ/ এসএইচ/