ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫,   ফাল্গুন ৩০ ১৪৩১

জিম্বাবুয়ের নির্বাচনের ফল বৈধ: সাংবিধানিক আদালত

প্রকাশিত : ১২:০৭ এএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

জিম্বাবুয়ের নির্বাচন চ্যালেঞ্জ করে বিরোধী দলের প্রদানের করা পিটিশন খারিজ করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। নির্বাচনে সেনা সমর্থিত এমারসন নানগাওয়া নাটকীয়ভাবে বিজয় লাভ করলে আদালতে চ্যালেঞ্জ করেন প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যামিশা।

বিরোধী জোট এমডিসি পিটিশনে অভিযোগ করে, নির্বাচনের ফল চুরি করা হয়েছে। আর তা করা হয়েছে সেনা বাহিনীর তত্ত্বাবধানে। তবে আদালত সে আবেদন খারিজ করে দিলে, নির্বাচন বৈধতা পায়।

প্রধান বিচারক লুক মালাবা বলেন, অভিযোগ সত্য নয়। আর তা ছাড়া এ বিষয়ে আদালত সিদ্ধান্ত দিতে পারে না। দীর্ঘ ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকার পর এক সেনা অভ্যুত্থানে রবার্ট মুগাবের পতনের পর এটাই প্রথম কোনো নির্বাচন। তবে নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণার সময় দেখা যায় চ্যামিশা এগিয়ে। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফলে এগিয়ে যায় প্রেসিডেন্ট রবার্ট নানগাওয়া।

সূত্র: বিবিসি
এমজে/