ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফিলিস্তিনকে ২০ কোটি ডলার অর্থ সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

ফিলিস্তিনকে দেওয়া ২০ কোটি ডলার অর্থ সাহায্য বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইহুদি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট গত মাসেই ফিলিস্তিনকে দেওয়া জাতিসংঘের তহবিলে অর্থদান বাতিল করে। এবার ফিলিস্তিনকে দেওয়া নিজেদের অর্থ সাহায্যও বাতিল করে দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধতন কর্মকর্তা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে দেওয়া অর্থ সাহায্য বাতিল করার আদেশ দিয়েছেন। তাদেরকে দেওয়া অর্থ এবার অন্য গুরুত্বপূর্ণ খাতে কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে ফিলিস্তিনে অনুদান বন্ধের কারণ হিসেবে হামাসকে দায়ী করেছে দেশটি। ওই কর্মকর্তা আরও জানায়, গাজায় আন্তর্জাতিক সহায়তা পৌ্ঁছে দিতে বাধা দিচ্ছে হামাস। যেহেতু হামাসের কারণে সহায়তা পৌঁছানো যাচ্ছে না, তাই সে সহায়তা দান বন্ধ করা হলো।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থদান বন্ধ ঘোষণার পরপরই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা আমাদের জন্য কিছুই না। যুক্তরাষ্ট্র বরং অর্থ সহায়তার নামে আমাদের রাজনৈতিকভাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কাছে, ফিলিস্তিনিরা মাথা নথ করবে না।

সূত্র: আলজাজিরা
এমজে/