নওগাঁর মৌসুমী পশুর চামড়া ব্যবসায়ীরা বিপাকে(ভিডিও)
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার
বেশি দামে কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে নওগাঁর মৌসুমী ব্যবসায়ীরা। তবে পাইকার বলছেন, নির্ধারণ মূল্যেও চেয়ে বেশি দিয়েই চামড়া কিনছেন তারা। এদিকে চামড়া পাচার রোধে সীমান্তে নেয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা।
নওগাঁর গোস্তহাটিতে কোরবানির পশুর চামড়ার বাজার। বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে বিক্রির জন্য মৌসুমী ব্যবসায়ীদের ভিড়।
তাদের অভিযোগ ট্যানারী মালিকরা সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছেন। পাচারের আশংকাও করছে তারা।
পাইকারি ব্যবসায়ীরাও স্বীকার করে নিলেন দর পড়তির কথা।
এদিকে পশুর চামড়া পাচাররোধে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।