ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

দাম কমের বিভ্রান্তি, চামড়া পাচারের আশঙ্কা বাড়ছে(ভিডিও)

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

বাজারে দাম কমের বিভ্রান্তি ছড়ানোর কারণে চামড়া পাচারের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। তারা বলছেন, আগামী আগামি সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা কোরবানীর পশুর চামড়া কেনা শুরু করলে বাজারে স্থিতিশীলতা আসবে। সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’সব কথা জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।

এবার কোরবানীর ঈদে ৯০ লাখ পিস গরু-ছাগল-ভেড়া-মহিষের চামড়া সংগ্রহের লক্ষমাত্রা ঠিক করেন ট্যানারি মালিকরা। এর মধ্যে গরুর চামড়া ৫০ থেকে ৫৫ লাখ পিস আর ছাগলের চামড়া ৩০ থেকে ৩৫ লাখ পিস। সংবাদ সম্মেলনে ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে ঢাকায় ১৫ লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে।

এছাড়া, আগামি ৭ থেকে ১০ দিনের মধ্যে সারাদেশে কাঁচা চামড়া সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানিয়েছে, ট্যানার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববাজারে দাম ও চাহিদা কমে যাওয়ায় নির্ধারিত দামেই চামড়া কেনার কথা জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় বাজারে অস্থিরতার সুযোগে যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ট্যানারি মালিকরা।