ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জাতীয় বৃক্ষ মেলায় ক্রেতাদের সংগ্রহের তালিকায় থাকছে বনসাই

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৫ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:১৫ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার

যান্ত্রিক নগরী ঢাকায় চাষ করা যায় এমনসব অর্কিড, ক্যাকটাস আর এয়ার প্ল্যান্টের পশরা বসেছে জাতীয় বৃক্ষ মেলায়। ক্রেতাদের সংগ্রহের তালিকায় থাকছে বনসাইও। জীবিকার তাগিতে থাকতে হয় ইট-কাঠের নগরে, কিন্তু ভ’লতে পারেন না প্রকৃতিকে। আর তাই ঘরের কোনে, বারান্দায় কিংবা ছাদে লাগানো যায় এমন গাছ কিনতে আগারগাঁয়ের জাতীয় বৃক্ষ মেলায় ভীড়ছেন গাছ প্রেমীরা। ডেন্ডাবিয়াম, কেটেলিয়া ও থাইফোসিসেরমত অর্কিডের সংগ্রহ রয়েছে জাতীয় বৃক্ষ মেলার স্টল গুলোতে। আরো আছে নয়নাভিরাম ক্যাক্টাসের সমারহ। অল্প সময় আর পরিশ্রেমে পরিচর্যা করা যায় এমনসব গাছ কিনতেই মেলাতে সকাল থেকেই ভীড় করছেন ক্রেতারা। বিক্রেতারাও ক্রেতার চাহিদা বুঝে বনসাই ও বিদেশী  অর্কিড, ক্যাকটাস সাজিয়ে রেখেছেন। দাম বেশী নিলেও পছন্দের গাছটি সংগ্রহ করতে পেরে বেশ খুশি বৃক্ষপ্রেমীরা।