সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে নিহত ৮
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

মিশরের সিনাই প্রদেশে পুলিশ অভিযানে ৪ সশস্ত্র সদস্য নিহত হয়েছে। গোলাগুলিতে আরও চার পুলিশ সদস্য নিহত হয়েছে। আরাবিক ল্যাঙ্গুয়েজ মিডিয়াকে মিশরের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেন।
গত শনিবার গোলাগুলিতে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সূত্র আরও জানায় হামলাকারীদের শরীরে বোমা বাঁধা ছিল। পাশাপাশি তারা ভারী অস্ত্র বহন করেছিল বলে জানা গেছে।
এদিকে পুলিশ অভিযান শুরু হলে অনেকেই পালাতে শুরু করেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমজে/