প্রথম শ্রেনির বিমানে যাত্রা করবেননা ইমরান
প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার
ক্ষমতায় বসার পরই ব্যয় সংকোচনে নজিরবিহীন পদক্ষেপ নিলেন ইমরান খান।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সেনেট চেয়ারম্যান ও পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকারের বিমানে প্রথম শ্রেণির যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার৷
এতদিন বিমানযাত্রার ক্ষেত্রে এই পদাধিকারীরা যে সুযোগ-সুবিধা ভোগ করতেন এবার থেকে তা আর পাবেন না।
এছাড়াও প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিনিধিরা নিজেদের ইচ্ছে মতো খরচের জন্য যে তহবিল পেতেন, তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
শুধুমাত্র পাকিস্তানের ভেতরে কোনও জায়গায় যেতে প্রধানমন্ত্রী সরকারি বিমান ব্যবহার করবেন। কিন্তু বিদেশ সফরে সরকারি বিমান ব্যবহার করবেন না বলে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়।
এছাড়াও সারা দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য টাস্ক ফোর্স তৈরি করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিনিস্ট্রি অফ ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন’-কে তুলে দিয়ে তা বিভিন্ন দপ্তরের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে।
সূত্র: এনডিটিভি
এমএইচ/এসি