ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

অলিম্পিকের মশাল নিয়ে মার্চপাস্ট করেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুস

প্রকাশিত : ১১:১৮ এএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ১১:১৮ এএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার

ব্রাজিলের রিও ডি জেনিরোতে জমকালো আয়োজনে পর্দা উঠলো দ্যা গ্রেটেস্ট শো অন অর্থ- অলিম্পিকের। মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব নেতাদের অনেকেই অনুপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাছাড়া, রাশিয়ার অ্যাথলেটদের অনুপস্থিতি নজর কেড়েছে সবার। এর আগে, গতকাল অলিম্পিকের মশাল নিয়ে মার্চপাস্ট করেন নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে প্রথাগতভাবে শারীরিক কসরৎ দিয়ে শুরু হয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। নান্দনিক ভঙ্গিমায় তুলে ধরা হয় ব্রাজিলের বিবর্তনের ইতিহাস। এরপরই শুরু হয় আলোক রশ্মির খেলা। পরে মঞ্চ মাতাতে আসেন সংগীত শিল্পীরা। কেয়া কংকা ও ১২ বছরের এমসি সাফিয়াদের সাথে দেশ সেরা শিল্পীরা একের পর এক পরিবেশন করেন গান। এরপর অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী দেশগুলোর মার্চপাস্ট। অলিম্পিকের সূতিকাগার গ্রিসকে দিয়েই শুরু হয় মার্চপাস্ট। আর শেষ হয় স্বাগতিক ব্রাজিলকে দিয়ে। রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান।