ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

খুলনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সালাম মুর্শেদী

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার

শূন্য ঘোষিত খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সংসদীয় আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সালাম মুর্শেদী। তিনি  সাবেক কৃতী ফুটবলার এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান।

গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের এই প্রার্থী ছাড়া আর কেউই মনোনয়নপত্র জমা দেননি। ফলে এই আসনের উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ২০ সেপ্টেম্বর। সালাম মুর্শিদী ছাড়াও জাতীয় পার্টির এস এম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর (অব:) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র তোলেন। কিন্তু নির্ধারিত দিনে এসএম আনিসুর রহমান এবং ডা. শেখ হাবিবুর রহমান তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি। গতকাল দুপুরে সালাম মুর্শিদী নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিসিবির পরিচালক শেখ সোহেল, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল হকসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।

মনোনয়ন জমা শেষে সালাম মুর্শিদী বলেন, আমি খুলনার সিনিয়র ও তৃণমূল নেতাদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাব। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী আমাকে আবারও মনোনয়ন দিলে আমি কাজের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনব। 

প্রসঙ্গত, গত ২৬ জুলাই খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত  হয়।

একে//