ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফ্লোরিডায় ভিডিও গেমস টুর্নামেন্টে গোলাগুলিতে নিহত ৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ১১:২৪ এএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিওগেমস টুর্নামেন্টে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার বিকালে ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি বিনোদন ও শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রোববার বিকালে জ্যাকসনভিলের একটি রেস্টুরেন্টে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ভিডিওগেমস টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল। এ সময় এক বন্দুকধারী ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে অন্তত ১৪ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুলিবিদ্ধ বাকি ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় একটি আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক রিপোর্টে বলা হয়, বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে এক টুইট বার্তায় ঘটনাস্থলের আশপাশ থেকে লোকজনকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে জ্যাকসনভিল শেরিফ অফিস।

সূত্র: আলজাজিরা।

/ এআর /