ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে রাজধানীমুখী লঞ্চ(ভিডিও)
প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চল ছাড়ছে রাজধানীমুখী লঞ্চ। রং লাগিয়ে চালানো হচ্ছে পুরনো যান। ট্রেনেও নেই তিল ধারণের ঠাঁই। ভেতরে জায়গা না হলে, অনেকে উঠছেন ছাদে।
বরগুনা ঘাটে সকাল থেকেই ব্যাপক ভিড়। টিকিট থাকার পরও অনেকে পাচ্ছেন না আসন। প্রতিটি লঞ্চই ছাড়ছে অতিরিক্ত যাত্রী নিয়ে। আছে ফিটনেসহীন যানও।
পটুয়াখালী নৌ-বন্দরেও একই অবস্থা। নিয়মনীতি উপেক্ষা করে চলছে প্রায় সব যান। বরাবরের মতো বেশি ভাড়া নেয়ার অভিযোগতো আছেই।
নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায়, দৌলতদিয়া ঘাটে দেখা দিচ্ছে তীব্র যানজট।
এদিকে, ঢাকামুখী প্রায় সব ট্রেনই যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে। তুলতে হচ্ছে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি মানুষ।
ভেতরে জায়গা না পেলে, অনেকে ঝুঁকি নিয়ে উঠছেন ছাদে। তবু নির্ধারিত সময়ে ফিরতে হবে কর্মস্থল ঢাকায়।