ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বের সবচেয়ে সুন্দর ৫ ভবন

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার

‘ইন্টারন্যাশনাল হাইরাইজ অ্যাওয়ার্ড’-এর চূড়ান্ত পর্বে পৌঁছেছে পাঁচটি ভবন৷ ১৫টি দেশের ৩৬ ভবন থেকে বেছে নেওয়া হয়েছে এই পাঁচটিকে৷ এই ভবনগুলো যে শুধু সুউচ্চ এবং দেখতে সুন্দর, তা-ই নয়, টেকসইও বটে৷

ওয়াসিয়া হোটেল ডাউনটাউন, সিঙ্গাপুর

সিঙ্গাপুরের ব্যস্ততম বাণিজ্য এলাকার সবুজ এই টাওয়ারটি ডিজাইন করেছে ডাব্লিউওএইচএ আর্কিটেক্টস৷ নির্মাতা প্রতিষ্ঠানটি এই ভবনকে ‘পাখি ও অন্যান্য প্রাণীর জন্য নিরাপদ স্বর্গ’ বলে উল্লেখ করেছে৷ পর্যাপ্ত খোলা জায়গা রাখায় ইন্টারন্যাশনাল হাইরাইজ অ্যাওয়ার্ড-এর বিচারকরা এই ডিজাইনের বেশ প্রশংসাও করেছেন৷

বৈরুত টেরেসেস, বৈরুত, লেবানন

ভুমধ্যসাগরীয় আবহাওয়ায় বসবাস কেমন হয়, তার একটা নান্দনিক উপস্থাপনা করেছে স্থপতি হেরসগ এবং ডি ময়রন৷ লেবাননের জনবহুল রাজধানীতে এর অবস্থান৷ ভবনের ভেতর ও বাইরের মধ্যে এমনভাবে সামঞ্জস্য আনা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো-বাতাসও অনায়াসে চলাচল করতে পারে৷

মাহানাখোন, ব্যাংকক, থাইল্যান্ড

জার্মান স্থপতি ওলে শীরিনের দুটি ডিজাইন এবারের প্রতিযোগিতায় মনোনীত হয়েছে৷ এর একটি এই ভবন৷ ৭৭ তলা উঁচু এই ভবনটি থাইল্যান্ডের সর্বোচ্চ ভবন৷ পিক্সেলের অবয়বে তৈরি এই ভবন এরই মধ্যে দেশটির অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে৷

টোরে রিফর্মা, মেক্সিকো সিটি

এল বেন্জামিন রোমানোর ডিজাইন করা এই ভবনটি বিভিন্ন প্রতিষ্ঠান অফিস হিসেবে ব্যবহার করে থাকে৷ ৮০৭ ফুট উঁচু এই ভবনটি মেক্সিকোর সবচেয়ে উঁচু ভবন৷ ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকাটিতে কম্পন সহনীয় করেই প্রস্তুত করা হয়েছে ভবনটিকে৷

চাওইয়াং পার্ক প্লাজা, বেইজিং, চীন

এই ভবনটির ডিজাইনকে একইসঙ্গে ‘অপ্রচলিত, কিন্তু সামঞ্জস্যপূর্ণ’ বলে বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল হাইরাইজ অ্যাওয়ার্ড-এর বিচারকরা৷ চীনের ঐতিহ্যবাহী পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে এ ডিজাইন করেছেন বেইজিংয়ের এমএডি আর্কিটেক্টস৷ বিচারকরা বলছেন, এই ভবনে আধুনিক স্থাপত্য ভাষাকে নিজস্ব সংস্কৃতিতে অনুবাদ করেছেন ডিজাইনাররা৷

সূত্র: ডয়চে ভেলে

একে//