মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলগুলোতে দুর্নীতির আখড়া
প্রকাশিত : ১২:৪০ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ১২:৪০ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্থাপিত হয়েছিল মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলগুলো। কিন্তু এখন সেগুলো দুর্নীতির আখড়া। কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করছেনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। টাকা দিলেই মিলে সার্টিফিকেট। তবে কাজে আসছেনা সেই সনদপত্র। মিলছেনা চাকরি।
ব্যাঙের ছাতার মতো সারাদেশে গড়ে ওঠেছে অসংখ্য বেসরকারী মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল -ম্যাটস এবং ইন্সটিউট অব হেলথ টেকনোলজি- আইইচটি।
কোন ধরনের জবাবদিহিতা না থাকায় বেসরকারী এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই পরিণত হয়েছে সার্টিফিকেট বিক্রির কারখানায়।
শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সিদ্দিকবাজারে নিডাসা মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে গেলে ক্যামেরা দেখেই নানা হুঙ্কার ছাড়েন প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
সাইনবোর্ড সর্বস্ব ঢাকা মাইক্রোল্যাবের পরীক্ষাগারটি এখন ছাত্রাবাস।
এসব প্রতিষ্টান দেখভাল করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা অনুষদের। তবে এই কমিটির বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ।
এসব বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করওেলন কর্মকর্তারা।
তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।