জন ম্যাককেইনের প্রতি শ্রদ্ধার্ঘ্য
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৮:২৯ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। ২০১৭ সালে ম্যাককেইনের মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করতে অস্ত্রোপচার করতে হয়। এর ফলোআপ চিকিৎসা চলছিল তার। গত শুক্রবার তিনি আর চিকিৎসা নেবেন না বলে জানিয়ে দেন।
১৯৬৭ সালে ভিয়েতনাম যুদ্ধ চলাকালে জন ম্যাককেইন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পাইলট ছিলেন। হ্যানয়ে ম্যাককেইনের জেট বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গ্রেফতার হন তিনি। সেখানে তাকে ৫ বছর কারাভোগও করতে হয়েছিল। এ জন্য তাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। হ্যানয়ে সেই কাহিনী নিয়ে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে।
শনিবার তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের একজন নাগরিক (সূত্রঃ এএফপি)
কেআই/এসি