ভাংচুরের তিন মামলায় সিরাজগঞ্জে বিএনপি নেতা কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
ট্রেনে অগ্নি-সংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা তিন মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হীরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বিএনপির নেতা ইকবাল হোসেন হীরু তিনটি মামলা সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক ফাহমিদা কাদের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিএনপি নেতা ইকবাল হোসেন হীরু শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মৃত মোক্তার হোসেনের ছেলে। এই মামলায় আগামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলক্রসিং এর পাশের মাঠে ছাত্র গণজমায়াতের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।
সমাবেশ চলাকালে ঢাকাগামী দ্রুত যান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ৬ নেতাকর্মী নিহত হয়। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে। এই ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জিআরপি থানা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা, ফায়ার সার্ভিস, পার্বতীপুর জিআরপি থানা, র্যাব-১২ এর পক্ষ থেকে ৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়।
কেআই/এসি