টেস্টের জন্য ব্যাটিং কোচের সন্ধানে বিসিবি
প্রকাশিত : ১১:২৫ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ১১:৩০ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের ব্যাটিং কোচ ঠিক হলেও এখনো টেস্টের জন্য কোনো ব্যাটিং কোচ পায়নি বিসিবি। তবে আর নয়, এবার ব্যাটিং কোচের সন্ধানে মাঠে নেমেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির তরফ থেকে সুজন জানায়, টেস্ট ক্রিকেটের জন্য ব্যাটিং কোচ খোঁজা হচ্ছে। আমরা ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগযোগ করেছি।গ্যারি কারস্টেন পুরো কাজটাতে আমাদের সাহায্য করছেন।’
সুজন জানায়, শেষ ১২ মাসে বাংলাদেশ টেস্ট ম্যাচের প্রতি ইনিংসে গড়ে রান করেছে মাত্র ২০২। শেষ ৩ টেস্টে ২০০ রানও পার করতে পারেনি। এমনকি কিছুদিন আগে শেষ হওয়া উইন্ডিজ সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। সবকিছু মিলিয়েই টেস্টের ব্যাটিং দিকটা উন্নতি করতে চাইছে বিসিবিও।
আর এ লক্ষ্যে কার্স্টেনের পরামর্শে বেশ তোরজোড়ের সঙ্গেই টেস্ট ক্রিকেটের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচ খুঁজতে নেমেছে বিসিবি।
এমজে/