অস্ট্রিয়ায় হাজার বছরের পুরোনো সভ্যতা
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
লবণের খনি বলে তার পরিচয় সাত হাজার বছর ধরে। কিন্ত এবার চমকে দেওয়ার মতো ইতিহাস জীবন্ত হল অস্ট্রিয়ার লবণের খনি হালস্টটে। এখনও পর্যন্ত যা পাওয়া গেছে তাতে এক সুবিন্যস্ত সভ্যতার খবর পাওয়া গেছে।
পুরো চত্বরের মাত্র দু’শতাংশের সন্ধান পাওয়া গেছে সেখানে। কিন্তু তাতেও নানা ধরনের জিনিসের খোঁজ মিলেছে। এ ব্যাপারে সংবাদ সংস্থা এএফপিকে মুখ্য প্রত্নতত্ববিদ তাদের কাজ সম্পর্কে জানিয়েছেন।
ঠিক দু’দশক আগে ১৯৯৭ সালে ইউনেস্কো এটিকে হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করে। জানা যায়, প্রায় ২৫০ মিলিয়ন বছর আগে সমুদ্রের জল থেকে সৃষ্টি হয়েছে এই খনির।
সূত্র: এনডিটিভি
এমএইচ/এসি