ডোনাল্ড ইয়ংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রিলি ওপেলকা
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার
আটলান্টা ওপেন টেনিসে ডোনাল্ড ইয়ংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রিলি ওপেলকা।
শীর্ষে উঠর লড়াইয়ে ডোনাল্ড ইয়ংয়ের বিপক্ষে জয় পেয়েছেন ২-০ ব্যবধানে। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান আমেরিকান রিলি ওপেলকা। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটের শুরুতে প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা গড়ে তোলেন ডোনাল্ড। তবে, রিলিও দক্ষতার সাথে পেরে উঠেননি তিনি। দ্বিতীয় সেটেও সমান ব্যবধানে জয় পান রিলি। সেই সাথে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি।