গ্রিন টির উৎপাদন বাড়বে ১৯ লাখ টন
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৯ এএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
বিশ্বব্যাপী গ্রিন টির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। একই সঙ্গে বাড়ছে পানীয় পণ্যটির উৎপাদনও। এ ধারাবাহিকতায় পরবর্তী ১০ বছরে গ্রিন টির বৈশ্বিক উৎপাদন ২০১৭ সালের তুলনায় প্রায় ১৯ লাখ টন বাড়তে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এফএওর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বিশ্বব্যাপী ১৭ লাখ ৭৩ হাজার টন গ্রিন টি উৎপাদন হয়েছে। ২০২৭ সাল নাগাদ পানীয় পণ্যটির বৈশ্বিক উৎপাদন ৩৬ লাখ ৫৪ হাজার টনে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। সে হিসাবে গত বছরের তুলনায় ২০২৭ সালে গ্রিন টির বৈশ্বিক উৎপাদন বাড়তে পারে ১৮ লাখ ৮১ হাজার টন।
প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক গ্রিন টি উৎপাদনে বছরে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন হবে। এ দশকে পানীয় পণ্যটির বৈশ্বিক উৎপাদন আগের দশকের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি হতে পারে।
সূত্র- বিজনেস লাইন
আরকে//