ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

দুদকের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৭ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০৩:০৬ পিএম, ৭ আগস্ট ২০১৬ রবিবার

দুদকের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুর্নীতি দমন কমিশনের উপর প্রতিবেদন প্রকাশ করে কমিশনার নিয়োগে আরো স্বচ্ছতার তাগিদ দিয়েছে সংস্থাটি। টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি জানান, দুদকের আইনি কাঠামো শক্তিশালী হলেও প্রয়োগে দুর্বলতা আছে। আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় মানবাধিকারের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে বলেও মনে করে সংস্থাটি। এছাড়া জনগনের আস্থা অর্জন করতে দুদককে পরামর্শ দিয়েছে টিআইবি।