ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মাহির মন খারাপের কারণ

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০১৮ বুধবার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার নতুন একটি সিনেমার মধ্যদিয়ে কলকাতা মাতাতে যাচ্ছেন নায়িকা। তবে মুক্তির আগেই নতুন সিনেমাতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। আগামী ৩১ অগস্ট মুক্তি পেতে চলেছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মাহির নতুন সিনেমা ‘তুই শুধু আমার’। যদিও যৌথ প্রযোজনায় মাহির এটি তৃতীয় সিনেমা। তবে এটির মধ্য দিয়ে মহি নতুন করে সাড়া ফেলতে যাচ্ছেন দুই বাংলায়। 

এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমাতে অভিনয় করেছেন মাহি। ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় মাহির তৃতীয় সিনেমা। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাতে মাহির সঙ্গে অভিনয় করেছেন সোহম এবং ওম।

‘তুই শুধু আমার’-এ মাহি একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন। এই মডেলের জীবনে অনেক উচ্চাকাঙ্খা। তা পূরণ করতে গিয়েই নানা ঘটনা ঘটে। সে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। দুই নায়কের সঙ্গে কী ভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন তা রয়েছে চিত্রনাট্যে।

এই সিনেমাতে সোহমের সঙ্গে অভিনয় করে আপ্লুত মাহি। তিনি বললেন, ‘আমি অভিনয়ে আসার আগে থেকেই সোহমের অভিনয় দেখি। ওঁর ছোটবেলার একটা ডায়লগ, ‘হরলিক্স দাও না, চেটে চেটে খাব’র কথা মনে পড়ে। এমন স্টারের সঙ্গে কাজের মজাটাই আলাদা।’

মাহি জানালেন, ‘তুই শুধু আমার’-এ তার কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। তার কথায়, ‘ওম আমার ফেভারিট অ্যাক্টর। ওর সঙ্গে আগেও কাজ করেছি। তা ছাড়া পরিচিত হাউসে কাজ করতে ভালোই লাগে।’

 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহির সিনেমা ‘মনে রেখো’। সেখানে বনি সেনগুপ্ত এবং জয়ী দেবরায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বনি এবং ওম মাহির পছন্দের অভিনেতা। বনির সঙ্গে ফের কাজের ইচ্ছে প্রকাশ করলেন তিনি।

ব্যস্ত শিডিউলে খুব একটা অবসর সময় পান না মাহি। কিন্তু অবসর পেলে লং ড্রাইভ তার পছন্দের। সঙ্গে রোম্যান্টিক গান। তবে লং ড্রাইভে কোনও সঙ্গী ছাড়া একাই যেতে পছন্দ করেন নায়িকা।

মাঝেমধ্যেই বোরখা পরে সিনেমা হলে যান মাহি। বোরখার আড়ালে থাকায় তাকে দর্শক দেখতে পান না। কিন্তু দর্শকদের অভিব্যক্তি তিনি স্পষ্ট দেখতে পান। আর তা পরখ করতেই এই ব্যবস্থা। মাহির কথায়, ‘যখন দেখি সিনেমা হলে সবাই সিনেমাই দেখছে, গল্প করছে না বা ফোনে ব্যস্ত নেই তখন খুব ভালো লাগে।’

ঠিক একই ভাবে বোরখা পরে হলে গিয়ে মাহি যদি দেখেন সিনেমায় যে দৃশ্যে তিনি কাঁদছেন, তা দেখে দর্শক হাসছেন তা তার খারাপ লাগা তৈরি করে। মাহি বলেন, ‘আমার কান্না দেখে লোকের হাসি পেলে বুঝতে পারি অভিনয় ঠিক করে করতে পারিনি। মন খারাপ হয়ে যায়।’
এসএ/