ধূমপান থেকে স্থায়ী সমাধানের উপায় উদ্ভাবন গবেষকদের
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০১৮ বুধবার

ধূমপান থেকে স্থায়ী সমাধান চান? ট্রাই করতে পারেন এই ক্যানডিডেট ড্রাগগুলোকে৷ সম্প্রতি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করেছেন এক ডজন ড্রাগস, যেগুলো কমাবে ধূমপানের প্রবণতাকে৷ শুধু তাই নয়, দেখান হয় কীভাবে এই ক্ষতিকারক উপাদান (নিকোটিন) মানবদেহকে ধীরে ধীরে নষ্ট করে দেয়৷ তবে নতুন এই ড্রাগটিকে নিয়ে যথেষ্ট আশাবাদী গবেষকরা৷
গবেষকরা মনে করছেন, মানুষের তামাক গ্রহণের ইচ্ছাকে অনেকাংশে কমাতে সাহায্য করবে ড্রাগগুলো৷ তবে তা একদিনে সম্ভব নয়, প্রয়োজন যথেষ্ট সময়ের৷ উদ্ভাবনটি টার্গেট করছে সিওয়াইপি২এ৬ নামের একটি উতসেচককে, যেটি নিকোটিন বিপাকে সাহায্য করে৷ যার (ধূমপান) প্রভাব পড়ে মানবশরীরে, ফলত দেখা যায় হাজারো সমস্যা৷ যার মধ্যে অন্যতম প্রধান হল ঘাম হওয়া, দুশ্চিন্তা, উদ্ধেগ, বিরক্তিকর মনোভাব ইত্যাদি৷
এছাড়াও গবেষকরা তৈরি করেছেন মলিকিউলস, যেগুলো মানবশরীরে নিকোটিন বিপাক করার প্রক্রিয়াতে বাধার সৃষ্টি করবে৷ এক গবেষক জানাচ্ছেন, ‘সিওয়াইপি২এ৬ কাজে বাধা দেওয়া হলেও তার কোনও প্রভাবই পড়বে না মানবদেহে৷ আমরা যদি শুধুমাত্র এই উৎসেচকটিকে টার্গেট করি তাহলে মানবশরীরের বিশেষ কোনও ক্ষতি হবে না৷ বরং, এটি সাহায্য করবে ধূমপায়ীদের ধূমপানের প্রবণতা এবং পরিমানকে কমাতে৷ ’
এখানেই শেষ নয়, ক্যানডিডেট ড্রাগটির বিষয়ে সম্পূর্ণরুপে নিশ্চিত হওয়ার জন্য আবারও পরীক্ষা-নিরীক্ষা চালান গবেষকরা৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//