ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রংপুরে বৃষ্টি নেই, শুকিয়ে যাচ্ছে ধানক্ষেত (ভিডিও)

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৯ আগস্ট ২০১৮ বুধবার

শষ্য ভান্ডার খ্যাত রংপুরে বর্ষা মৌসুমে নেই বৃষ্টি। ফলে, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ধানক্ষেত। সেই সাথে পোকা মাঁকড়ের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছেনা ধান ক্ষেত। এ অবস্থায় আমন ধান ফলনে বিপর্যয়ের আশংকা করছে কৃষকরা।

রংপুরে চলতি আমন মৌসুমে ১ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। গত মৌসুমে দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার বাড়তি জমিতে ধান চাষ করেছেন। কিন্তু ভরা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হুমকিতে পড়েছে আমনের আবাদ।

গত বছর আগষ্ট মাসেই বৃষ্টি হয়েছিলো ৫শ ৭৩ মিলিমিটার, যেখানে এবার এখন পর্যন্ত হয়েছে মাত্র ১৭২ মিলিমিটার।

বৃষ্টি না হওয়ায় জমিতে রোপন করা চারাগুলো লালচে রং ধারন করে মরে যাচ্ছে। কৃত্রিম সেচ দিয়েও কাজ হচ্ছেনা। এ অবস্থায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে ধানে।

এ অবস্থায় আতংকিত না হবার আহবান জানিয়ে কৃষি কর্মকর্তা কৃষকদের কৃত্রিম সেচ দেবার পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়া অনুকুলে থাকলে এ বছরও ফলন ভালো হবে বলে আশাবাদ কৃষি বিশেষজ্ঞদের।