চোখের জলে বায়ার্নকে বিদায় জানালেন সোয়াইনস্টাইগার
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৯ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০১৮ বুধবার
চোখের জলে বায়ার্নকে বিদায় জানালেন জার্মানের বিশ্বকাপজয়ী তারকা বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। ১৭টি বছর বায়ার্নের সঙ্গে কাটানোর পর এবার ক্লাবকে ছেড়ে যেতে তাই চোখের জল ধরে রাখতে পারলেন না বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
মাত্র ১৩ বছর বয়সে জার্মানের এই ক্লাবটিতে যোগ দেন সোয়াইনস্টাইগার। এর আগে ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন সোয়ানস্টাইগার। তবে তিন বছর না পেরুতেই আবারও বায়ার্নে ফিরে আসেন সোয়াইনস্টাইগার। গত মঙ্গলবারের ম্যাচে আবারও বায়ার্নের হয়ে মাঠে নামেন স্টাইগার। আর এই ম্যাচ পরেই বায়ার্ন মিউনিখকে বিদায় বলে দিয়েছেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বায়ার্নের সমর্থকদের লক্ষ্য করে সোয়াইনস্টাইগার বলেন, আমি তোমাদের একজন। আমি তোমাদের সঙ্গেই থাকবে। এই সময় চোখের জল মুছে সোয়াইনস্টাইগার বলেন, তোমাদের জন্যই আমার অতীত রাঙ্গায়িত হয়েছে। তোমরা ছাড়া, আমার এখানে কোনো মূল্য নেই। তোমাদের ভালোবাসা আমি আজীবন স্মরণ করবো।
গত রোববারই সাবেক জার্মান কাপ্তান সোয়াইনস্টাইগারকে ব্যাভারিয়ান অর্ডার অব মেরিট পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত ১৮ জন ফুটবলারকে এই পুরস্কাকে ভূষিত করা হয়েছে। তার আগে কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়া, গার্ড মুলার, ম্যায়ার এবং ফিলিপ লামকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ১৭ বছরের ক্যারিয়ারে বায়ার্নের হয়ে ৮টি বুন্দেসলিগা শিরোপা, সাতটি জার্মান কাপ এবং একটি চ্যাম্পিয়ন লিগ জয় করেন।
এমজে/