ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অবশেষে জার্মানিতে এরদোগানের মূর্তি অপসারণ

প্রকাশিত : ০৯:০৪ এএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

সমর্থক এবং সমালোচকদের মধ্যে বচসা এবং হাতাহাতির পর জার্মানির ভিসবাডেন শহরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের ১৩ ফুট উঁচু সোনালী রঙের একটি মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে।

একটি আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে মূর্তিটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রদর্শনের জন্য জনসমক্ষে আনার পর অজ্ঞাতনামা লোকজন এর গায়ে বড় করে ‘তুর্কি হিটলার’ লিখে রেখে যায়। আর তা নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়লে আয়োজকরা মূর্তিটি সরিয়ে নেন।

ভিসবাডেন ফেস্টিভ্যালের এবারকার থিম ‘ব্যাড নিউজ’ বা দুঃসংবাদ। আয়োজকরা বলছেন সুস্থ আলোচনা-বিতর্ক শুরু হবে এই আশায় তারা এরদোগানের মূর্তিটি তৈরি করেছিলেন। কিন্তু এই মূর্তি নিয়ে পরে এরদোগানের সমর্থক এবং বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্ক এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

শহরের কাউন্সিলর অলিভার ফ্রাঞ্জ বলেন, কিছু মানুষের হাতে ধারালো অস্ত্র ছিল। পরে পুলিশ এবং শহরের মেয়রের মধ্যে এক বৈঠকের পর নিরাপত্তার খাতিরে মূর্তিটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জার্মানিতে উল্লেখযোগ্য সংখ্যায় তুর্কি বংশোদ্ভূত মানুষ বসবাস করে। তাদের মধ্যে এরদোগানের সমর্থক যেমন রয়েছে, বিরোধীও রয়েছে অনেক।

গত বছর তুরস্কে এক গণভোটের আগে জার্মানিতে তার প্রচার করতে না দেওয়ায় জার্মান সরকারের সঙ্গে এরদোগানের সম্পর্ক দারুণ খারাপ হয়ে যায়। সে সময় এরদোগান জার্মান মন্ত্রীদের নাৎসীদের সঙ্গে তুলনা করলে জার্মানিতে তীব্র ক্ষোভ তৈরি হয়।

অবশ্য আগামী মাসের শেষে এক রাষ্ট্রীয় সফরে এরদোগানের জামানিতে যাওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

একে//