ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

মহেশখালে  অপরিকল্পিত বাঁধ, ১০লাখ মানুষ পানি বন্দি

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৭ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ১২:১৬ পিএম, ১১ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রাম বন্দর এলাকায় মহেশখালে  অপরিকল্পিত বাঁধ দেয়ার কারনে ৩৭নম্বর হালিশহর মুনির নগর এবং ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় ১০লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগন। রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের ব্যানারে সম্মেলনে এ অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব হাবিব শরিফ। অভিযোগ করা হয়, বন্দর সংলগ্ন মহেশখালের উপর বাঁধ নির্মাণ করায় অল্প বৃষ্টিতে আগ্রাবাদ সিডিএ, হালিশহর, দক্ষিন মধ্যম হালিশহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাষনের পথ বন্ধ হয়ে যাওয়া আগ্রাবদে মা ও শিশু হাসপাতালের নিচতলায় পানি প্রবেশ করায় রোগীদের দুর্ভোগ বেড়েছে। এলাকার জনগনের দুর্ভোগের কথা বিবেচনা কওে মহেশখালের মুখে স্থায়ী স্লুইচ গেইট নির্মাণ করে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবী জানান স্থানীয়রা।