ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

দক্ষিণ মিঠাছড়িতে বর্জ্য শোধানাগার ও জৈব সার উৎপাদন কেন্দ্র নির্মাণ

প্রকাশিত : ০৬:২০ পিএম, ৭ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০৬:২০ পিএম, ৭ আগস্ট ২০১৬ রবিবার

কক্সবাজারের রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়িতে বর্জ্য শোধানাগার ও জৈব সার উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে কেন্দ্র প্রাঙ্গনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন আহমেদ। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো: রইছুল আলম মন্ডল, পরিচালক ড.মুহম্মদ আনোয়ার হোসেন হাওলাদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। তিন একর ৭২শতক পরিমাণ এলাকায় জলবায়ু ট্রাষ্টের অর্থায়নে প্রকল্পের ব্যায় বরাদ্দ করা হয়েছে এক কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্পের কাজ ছয়মাসের মধ্যে শেষ করা হবে বলে জানানো হয়।