নেত্রকোণায় রোপা আমন ধানের আবাদে কৃষকরা ব্যস্ত(ভিডিও)
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
নেত্রকোণায় রোপা আমন ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে আশ্বিন মাসের বন্যার আতংকে তারা। এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে ফলন লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে, আশা কৃষিবিভাগের।
নেত্রকোনায় এ মৌসুমে ১লাখ ২২হাজার ২শ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এ পর্যন্ত আবাদ হয়েছে ৪৫ হাজার হেক্টরে।
কৃষকরা বলছে, প্রতি বছরই বন্যা, খরায় নষ্ট হচ্ছে জমির ফসল। এবারও সময় মতো বৃষ্টি না হওয়ায় রোপা আমনের আবাদ দেরিতে শুরু করেছে তারা। তারপরও আবহাওয়া অনুকুলে থাকলে ভাল ফলনের আশা তাদের।
অন্য ধানের চেয়ে রোপা আমন চাষে সার, পানি কম লাগায় খরচ কম হয়, তাই এই ধান চাষে উৎসাহী কৃষকরা।
আবাদ দেরীতে হলেও ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে মনে করছেন কৃষি কর্মকতা ।