গ্রেনেড হামলাকারীদের ফাসিঁর দাবীতে
সাভারে যুবলীগের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ও মহাসড়ক অবরোধ
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাাঁসির দাবীতে বিক্ষোভ, হত্যাকারীদের কুশপুত্তলিকা দাহ, প্রতিবাদ সভাসহ মহাসড়ক অবরোধ করেছেন ঢাকার সাভারে যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ঘন্টা ব্যাপি ঢাকা-আরিচা মহাসড়কে মোটর সাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন নিয়ে রাস্তা অবরোধ করেন তারা।
যুবলীগের নেতারা আশাবাদ ব্যক্ত করেন, আলোচিত এই হত্যাকান্ডের মামলার রায় সেপ্টেম্বরেই হবে। এরই মধ্যে এ মামলার শুনানিগ্রহণসহ যুক্তিতর্ক ও আনুষঙ্গিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এতেই বুঝা যাচ্ছে এ মামলার বিচারের রায় আগামী মাসে ঘোষণা করা হতে পারে।
এর আগে আশুলিয়ার নন্দন পার্কের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসিম পাভেল সরকারের প্রতি দ্রুত মামলার রায় ঘোষনার মাধ্যমে হত্যকারীদের ফাঁসির দাবী জানান।
আরো বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মানবধিকার বিষয়ক সম্পাদক ওবাইদুল ইসলাম মন্ডলসহ অনেকে। নেতারা শোকের মাসে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবি করেন।
নেতারা আরো বলেন, বিএনপি চাইলে জিয়া হত্যা মামলারও বিচার হবে। আমরা চাই সব হত্যাকান্ডেরই বিচার হোক। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে এনে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছে। এদেশে সব হত্যাকান্ডের বিচার হচ্ছে, ভবিষ্যতে হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতায় যথাসময়ে নির্বাচন হবে। কারো হুমকি-ধমকিতে নির্বাচন বন্ধ হবে না। সংবিধানে যেভাবে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে সেভাবেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হবে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। ওই ঘটনায় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় হত্যাসহ দুটি মামলা হয়।
আরকে//