ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ডেঙ্গু মশা থেকে নগরবাসিকে মুক্তি দিতে সহযোগিতা চেয়েছেন সাঈদ খোকন

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৭ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০৭:১৩ পিএম, ৭ আগস্ট ২০১৬ রবিবার

নগরবাসিকে ডেঙ্গু মশা থেকে মুক্তি দিতে সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার সকালে রাজধানীর ধানমন্ডী লেকে সপ্তাহব্যাপি ডেঙ্গু বিষয়ক সচেতনা মূলক অনুষ্ঠানের উদ্বোধনের সময় এ সহযোগিতা চান তিনি। বাড়ীর বারান্দা, ফ্রিজ এয়ার কন্ডিশন সহ কোথাও জমানো পানি  না রাখতে সবার প্রতি আহবান জানান মেয়র। কোন মহল্লায় মশকনিধন কর্মী না দেখলে <ংঃৎড়হম>৯৫৫৬০১৪ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন সাঈদ খোকন। পরে মশা নিধন মেশিন নিয়ে নিজেই পরিত্যাক্ত টায়ারে স্প্রে করেন ঢাকা দক্ষি সিটি মেয়র।