ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

আশুলিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫২ পিএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

পাবনায় আনন্দ টিভির প্রতিনিধি নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মূলক মামলার প্রতিবাদও জানান তারা।

বৃহস্পতিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এসময় তারা বক্তব্যে, সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যাকান্ডের মূল কারণ খুঁজে বের করে আসামীদের শাস্তির আওতায় আনার জোর দাবী তুলে ধরেন প্রশাসনের কাছে।

এসময় সাংবাদিকরা আরো বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা করে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। ফলে দুষ্কৃতকারীরা সুযোগ পেলে সাংবাদিকদের উপর হামলা চালায়। এভাবে চলতে থাকলে সাংবাদিকদের বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনায় নিজ বাড়ির সামনে আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা। এ ঘটনায় নদীর পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় নদীর সাবেক শশুরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরকে//