ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে চবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ শীর্ষক ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উপাচার্যকে হুমকিদাতা ও এতে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান। এসময় বক্তারা বলেন, উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরণের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।

তাঁরা আরও বলেন, উপাচার্যের সুযোগ্য-বলিষ্ট নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা,উচ্চশিক্ষা-গবেষণা উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি,ভৌত অবকাঠামো উন্নয়ন,ক্রীড়া-শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা ইত্যাদিসহ সার্বিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। এর ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, তখন একটি চক্র উপাচার্যের বিরুদ্ধে লেগেছে। তারা উপাচার্যকে হত্যার হুমকি দিয়েছে। অনতিবিলম্বে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

চবি অফিসার সমিতির সভাপতি জনাব এ কে এম মাহফুজুল হক এর সভাপতিত্বে এবং তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মহীবুল আজীজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ গোলাম কবীর,অফিসার সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহ আলম,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মশিবুর রহমান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম শহীদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব আব্দুল হাই ও সাধারণ সম্পাদক জনাব নুর মোহাম্মদ বাচ্চু এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরহাদ হোসেন খান।

জেআর/ এমজে