ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সৌদির ড্রোন ভূপাতিত করল ইয়েমেন  

প্রকাশিত : ১১:৫২ পিএম, ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

ইয়েমেনের সেনারা সৌদি আরবের একটি সিএইচ-৪ মডেলের উন্নত ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের জিজান প্রদেশে ড্রোনটি ভূপাতিত হয়। 

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে একটি সামরিক সূত্র জানিয়েছে, ড্রোনটি চীনে নির্মিত এবং সৌদি আরবের জিজান প্রদেশের তুওয়াল এলাকায় ভূপাতিত হয়। সিএইচ-৪ মডেলের উন্নত এ ড্রোনটি মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়।

সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সাড়ে তিন বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে আসছে। জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের মিত্র সেনারা পাল্টা হামলা চালাচ্ছে।

ইয়েমেনের যোদ্ধারা এ পর্যন্ত সৌদি আরব ও মিত্রদের বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরব যেসব লক্ষ্য নিয়ে ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে তার কিছুই এখনো অর্জন করতে পারে নি।

সূত্র: পার্সটুডে

এমএইচ/এসি