ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

শিক্ষার্থীদের পাঠ দানে ওসি হলেন শিক্ষক

প্রকাশিত : ১১:০৫ এএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার

পুলিশের গতানুগতিক ধারার বাইরে এসে একজন দক্ষ শিক্ষকের মতো হাইস্কুলে ক্লাস নিলেন মনপুরা থানার ওসি ফোরকান আলী।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় এসে ক্লাস নেন ওসি ফোরকান আলী। এ সময় তিনি স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক ও মূল্যবোধ সম্পর্কেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় সামাজিক বিজ্ঞান সম্পর্কে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রাথমিক ধারণা দেন তিনি। ছাত্রছাত্রীরাও তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দেখে মনে হচ্ছিল তিনি পেশায় একজন শিক্ষক।

পরে ওসি ফোরকান আলী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় বাল্যবিয়ে, ইভটিজিং বিষয়ে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন।

এছাড়াও স্কুলে আসা-যাওয়ার সময় কোনো ইভটিজিংয়ের শিকার হতে হয় কিনা সে বিষয়ে ছাত্রীদের কাছে জানতে চান ওসি। পাশাপাশি সামাজিক ও পারিবারিক যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি।

আরকে//