কাতারে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস পালন
কাতার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার
কাতারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানী দোহার নাজমা দাওয়াত রেস্তোরাঁয় ‘বঙ্গবন্ধু পরিষদ কাতার’ এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফছার বাবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী।
এতে বক্তব্য রাখেন,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারশাহ, মো. কফিলউদ্দিন, নজরুল ইসলাম সিসি, শহিদুল্লাহ হায়দার,প্রকৌশলী আনোয়ার, প্রকৌশলী জালাল আহমাদ, মুসলিম উদ্দিন, মো.মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর খুনি যারা এখনও পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান।
বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কেআই/এসি