নোবিপ্রবি পরিবারের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত : ০৬:০১ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নোবিপ্রবি পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর সমাধি পাশে দাঁড়িয়ে উপস্থিত এক মিনিট নিরবতা পালন করেন। ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাতের মাধ্যমে জাতির পিতাসহ সকল শাহাদাতবরণকারী শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, আইটি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভুইঁয়া, শিক্ষক সমিতির সভাপতি ড.আবদুল্লাহ-আল মামুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড.গাজী মো. মহসিন, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মো. আতিকুর রহমান ভুঁইঞা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. দিব্যদ্যুতি সরকার, টুঙ্গিপাড়া উপজেলার ইউএনও নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্স এর কিউরেটর নুরুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সমাধিতে পুস্পস্তবক অর্পণে নোবিপ্রবি পরিবারের প্রায় তিনশ সদস্য অংশগ্রহণ করে। এর মধ্যে শিক্ষক সমিতি, হলের প্রভোস্টবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশন, নোবিপ্রবি শাখা ছাত্রলীগ, নোবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মচারীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ উল্লেখযোগ্য।
কেআই/এসি